উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট
লাইভ নারায়ণগঞ্জ: নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে নারায়ণগঞ্জের বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে। এই উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ূন কবির বেপারী। তিনি তার বক্তব্যে বলেন, “সফলতা দুই ধরনের হয়, দুনিয়া ও আখিরাতে। উভয় জায়গায় সফল হতে হলে সঠিক পরিকল্পনা, সংগঠন এবং দক্ষতা প্রয়োজন।”
তিনি উদ্যোক্তাদের উদ্দেশে আরও বলেন, “একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য শ্রমিকদের ঠকানো যাবে না। ব্যবসায়িক সমস্যাগুলো চিহ্নিত করে সামনে এগিয়ে যেতে হবে। কাঁচামাল নির্বাচনের ক্ষেত্রে মানের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একই সাথে পণ্যের বাজার চাহিদা এবং মার্কেটিং কৌশল নির্ধারণ করাও জরুরি।”
উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রশিক্ষণ
বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট একটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) নিবন্ধিত প্রতিষ্ঠান। এখানে ৬ মাস মেয়াদী টেকনিক্যাল কোর্সে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে: ফুড প্রোডাক্ট তৈরি, কসমেটিক প্রোডাক্ট তৈরি, ক্লিনিং প্রোডাক্ট তৈরি, ভেটেরিনারি ওষুধ ও ফিড তৈরি, আঠা (Adhesive) ও গ্লু প্রোডাক্ট তৈরি।
প্রতিষ্ঠানের কোর্সের বিশেষত্ব হলো, প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে ল্যাব প্র্যাকটিক্যাল করার সুযোগ পান। এছাড়া কোর্স শেষে নিজস্ব ব্র্যান্ড বা কারখানা শুরু করার জন্য ব্যবসায়িক গাইডলাইন এবং মার্কেটিং বিষয়ে সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গোলাম হোসেন সারোয়ার বলেন, “আমাদের লক্ষ্য হলো দক্ষ উদ্যোক্তা তৈরি করা, যাতে তারা দেশের শিল্প উন্নয়নে অবদান রাখতে পারে।”
বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম এবং জাহিদুল ইসলাম টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।