শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led01জেলাজুড়ে

না.গঞ্জে সচিব জাহেদী ‘দ্রুত ও টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি’

লাইভ নারায়ণগঞ্জ: স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী নারায়ণগঞ্জের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জেলার চলমান কাজগুলোর অগ্রগতি এবং বিশেষ করে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সচিব জাহেদী প্রথমে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন আইকনিক কেবল-স্টেইড কদম রসুল সেতু পরিদর্শন করেন। এরপর তিনি জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) বাস্তবায়িত জালকুড়ি স্যানিটারি ল্যান্ডফিল উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় সচিবের সঙ্গে ছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়, আরলিংটনের সলিড ওয়েস্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শহীদাত হোসেন। তিনি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তার মূল্যবান মতামত প্রদান করেন।

সচিব জাহেদী আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ব্যবস্থাপনা, লিচেট ট্রিটমেন্ট, কম্পোস্টিং, বায়োগ্যাস উৎপাদন এবং প্লাস্টিক পুনর্ব্যবহার করে সড়ক নির্মাণের মতো বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্রুত ও টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গত আট মাসের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ এবং ‘গ্রিন আমব্রেলা’ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। ডিসির এই উদ্যোগগুলো শুনে সচিব সন্তোষ প্রকাশ করেন এবং তার সকল কার্যক্রমে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন। তিনি সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারা রোপণ করে এই কর্মসূচিকে স্বাগত জানান।

এ সময় সচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সরকারি বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সচিবের এই পরিদর্শন জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর গতি বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RSS
Follow by Email