বিএনপি থেকে না.গঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশা করে সেন্টুর আবেদন
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু। তিনি একটি লিখিত আবেদনের মাধ্যমে নিজের প্রার্থিতা জরিপে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
আব্দুস সবুর খান সেন্টু তার আবেদনে নিজেকে সৎ, ফ্যাসিবাদী আন্দোলন ও সংগ্রামে নির্ভীক, কর্মঠ এবং চরিত্রবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন নেতাকেই মনোনীত করা উচিত যিনি জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন।
তিনি আরও বলেন, “পবিত্র জুম্মাবার আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি এই আবেদন করছি, যেন বিএনপি’র কেন্দ্রীয় জরিপে আমার নাম অন্তর্ভুক্ত করা হয় এবং আমি নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের সমর্থন লাভে সক্ষম হই।”
বিএনপি সূত্র মতে, আগামী জাতীয় নির্বাচনের জন্য দলটি প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই ও জনপ্রিয়তা জরিপ করছে। এই প্রক্রিয়ায় যারা নিজেদের যোগ্য মনে করছেন, তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে। আব্দুস সবুর খান সেন্টুর এই আবেদনটি সেই জরিপ প্রক্রিয়ারই একটি অংশ বলে জানা গেছে।