শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মাঝিপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক সিরাজুল ইসলাম ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে সিরাজুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে।
ঘটনার পর রাতেই ভুক্তভোগীর পরিবার রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বুধবার রাতে মাঝিপাড়া এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”