শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
Led01Led03সদর

চাষাঢ়া রেলস্টেশনে যৌথ অভিযানে ৯ মাদকসেবীর সাজা, ১৮ জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে যৌথ বাহিনী ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং আরও ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জেলা পুলিশ, সেনাবাহিনী এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়।

বৃহস্পতিবার বিকালে ফতুল্লার চাষাড়া রেলস্টেশন এবং ইসদাইর এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে প্রায় ৮০ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১৮ জনকে সন্দেহভাজন হিসেবে ফতুল্লা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের জন্য সিডিএমএস (CDMS) ডাটাবেজে পরীক্ষা করা হবে।

এই অভিযানে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছে, ৭ দিনের কারাদণ্ডপ্রাপ্ত: কুমিল্লার দাউদকান্দির মো. রাকিব (২০), রূপগঞ্জের মো. রাজন (২১) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. রবিন (২৫)। ১৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত: দিনাজপুরের বীরগঞ্জের মো. জাহাঙ্গীর (২৫), নারায়ণগঞ্জের ফতুল্লার মো. হানিফ (২৫) এবং মো. লিমন (১৯)। এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত: জামালপুরের ইসলামপুরের মো. লেবু শেখ (৫০), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ির মো. ফারুক (৬৫) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার মো. সিয়াম (২০)।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলায় মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এই ধরনের অভিযান অপরিহার্য হয়ে পড়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।” তিনি আরও নিশ্চিত করেন যে এই অভিযানগুলো পর্যায়ক্রমে জেলার প্রতিটি থানায় পরিচালিত হবে।

অভিযান প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে প্রায় ৮০ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্য থেকে ১৮ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, যৌথ বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

RSS
Follow by Email