বাণিজ্য মন্ত্রণালয়ের কুয়েতের সফর সঙ্গী মোহাম্মদ হাতেম
লাইভ নারায়ণগঞ্জ: কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কুয়েত সিটিতে কেসিসিআই ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো বাংলাদেশের একটি শক্তিশালী বাণিজ্য প্রতিনিধি দল কুয়েত সফর করছে, এবং এই বৈঠক সেই সফরেরই একটি অংশ।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান-এর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। এছাড়া বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ও অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ খাতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ীও এতে অংশ নেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করা হয়। বিশেষ করে কুয়েত এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস ও কৃষি পণ্যসহ অন্যান্য খাতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির বিষয়ে আলোচনা ও গুরুত্বারোপ করা হয়েছে।
এই বৈঠককে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের ব্যবসায়ীরাই আশা করছেন, এই সফরের ফলে ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।