বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
Led04শিক্ষা

এবার অমর একুশে বইমেলা হতে পারে ডিসেম্বরেই

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে পারে। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই মেলা শুরু হলেও, আগামী বছর নির্বাচন থাকায় মেলাটি এ বছরের ডিসেম্বরে আয়োজন করার বিষয়ে আলোচনা চলছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জাগো নিউজকে এই তথ্য জানান। তিনি বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেহেতু বইমেলা কখন হবে, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। ডিসেম্বরে বইমেলা আয়োজন করার বিষয়ে বেশ গুরুত্ব দিয়ে কথা হচ্ছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।”

এই কর্মকর্তা আরও জানান, আজ বিকেলে বাংলা একাডেমিতে উপদেষ্টামণ্ডলীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই বইমেলার সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সবাইকে বিষয়টি জানানো হবে।

বইমেলার সময় পরিবর্তন নিয়ে সাহিত্য ও প্রকাশনা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক প্রকাশক মনে করছেন, ডিসেম্বরে মেলা আয়োজন করা হলে তারা প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন না। আবার কেউ কেউ মনে করছেন, নির্বাচনের সময় রাজনৈতিক অস্থিরতার কারণে ফেব্রুয়ারিতে মেলা আয়োজন করা হলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ডিসেম্বরে মেলা আয়োজন করাই নিরাপদ।

যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে বইমেলার ইতিহাসে এটি একটি বড় পরিবর্তন হবে। প্রতি বছর ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মাসব্যাপী চলা এই মেলা বাঙালির সংস্কৃতি ও মননে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। নির্বাচনের কারণে এর সময় পরিবর্তন করা হলে তা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা হবে। বইপ্রেমীরা এখন বাংলা একাডেমির চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আছেন।

RSS
Follow by Email