কালাপাহাড়িয়ার চেয়ারম্যান ডালিম গ্রেপ্তার: কারাগারে প্রেরণ
লাইভ নারায়ণগঞ্জ: সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ডালিম একইসঙ্গে কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আড়াইহাজার থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ডালিম এজাহারভুক্ত আসামি। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
চেয়ারম্যান ডালিমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সাইফুল ইসলাম স্বপন ওই ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। ফাইজুল হক ডালিমের এই অপ্রত্যাশিত বিজয় সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
গ্রেপ্তারের পর ডালিমকে কোথায় রাখা হয়েছে এবং তাকে কখন আদালতে হাজির করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।