বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
Led05সদর

দুর্গোৎসব: নারী ও শিশুদের নিরাপদ পরিবেশের দাবি মহিলা পরিষদের

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” স্লোগানে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—”বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি।”

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা।

বক্তারা আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই আদর্শে বিশ্বাসী হয়ে সকলে মিলেমিশে উৎসব উদযাপন করা উচিত। বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান, যাতে নারায়ণগঞ্জসহ সারাদেশে এই উৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়। একইসাথে, নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানানো হয়। তারা বলেন, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী একযোগে এই কর্মসূচি পালন করছে।

RSS
Follow by Email