বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led02আদালতফতুল্লা

পরিবেশ দূষণের দায়ে ‘বেলী ফুড’ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জে একটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলার ফতুল্লা এলাকায় এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে ‘বেলী ফুড’ নামের প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এবং আইন মেনে চলতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশ আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

RSS
Follow by Email