বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আট মাসে প্রায় সাড়ে ৩শ’ মামলা: ‘অপরাধীদের ছাড় নয়’ বললেন ওসি

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন অপরাধে মোট ৩৪১টি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দিন-রাত কাজ করছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ওসি বলেন, গত ৮ মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৪১টি মামলা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ৫০৭ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে, যার ফলস্বরূপ এই সময়ে মাদকের ১২৩টি মামলায় আসামি গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

অন্যান্য মামলার মধ্যে রয়েছে—খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদাবাজি, বৈষম্য বিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি এবং সড়ক দুর্ঘটনার মতো গুরুতর অপরাধ। মোট ৩৪১টি মামলার মধ্যে ২৮৯টি সিএস (চার্জশিট) এবং ২৭টি এফআরটি (ফাইনাল রিপোর্ট) নিষ্পত্তি হয়েছে।

ওসি শাহীনুর আলম আরও বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। পুলিশের মনোবল বাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, “অপরাধী যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নির্ভীকভাবে কাজ করে যাচ্ছি।” অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এলাকাবাসীও পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে। তারা জানায়, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। ওসি শাহিনুর আলম যোগদানের পর পুলিশের তৎপরতার কারণে এলাকার মানুষ এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে। এলাকাবাসী আশা করে, আগামী দিনগুলোতেও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই কঠোর ভূমিকা অব্যাহত থাকবে।

RSS
Follow by Email