নগরীতে যানজট নিরসনকর্মী ও ইজিবাইক চালকদের সংঘর্ষ, আহত উভয়পক্ষ
# একটি তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখবো: ডিসি
# শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব: এসপি
লাইভ নারায়ণগঞ্জ: শহরের যানজট নিরসনের দায়িত্বে থাকা কর্মীদের ওপর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকরা হামলা চালিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
হামলার ঘটনার পর ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। তাদের হস্তক্ষেপে চালকরা অবরোধ তুলে নেয়।
অন্যদিকে, ইজিবাইক চালকরাও অভিযোগ করেছেন যে, যানজট নিরসনকর্মীরা তাদের মারধর করেছেন এবং এতে তাদেরও কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের পর বেলা সাড়ে তিনটায় উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের করা হয়ে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এই ধরনের সংঘাত যাতে আর না বাড়ে, সে জন্য আমরা দ্রুত বৈঠক করেছি। উভয় পক্ষকে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, ইজিবাইক চালকদের জন্য যে নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা হয়েছে, তাদের অবশ্যই সেই সীমানা মেনে চলতে হবে। সংঘর্ষে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যা পুরো বিষয়টি খতিয়ে দেখবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “শহরের শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। আমরা উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি এবং ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক করেছি।”
এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে যানজট নিরসনকর্মী ও ইজিবাইক চালকদের মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। শহরের যানজট নিরসনে যানজট নিরসনকর্মীরা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। ইজিবাইক চালকদের বিশৃঙ্খল চলাচল ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে প্রায়ই তাদের সঙ্গে কর্মীদের বিরোধ হয়। এই ধরনের ঘটনাগুলো শহরের যান চলাচল ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে।