র্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ ৩ যুবক গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ তিন অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর ইউনিটের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- খোরশেদ (৪৬), রিপন (৩০) এবং জয় (২৬)। তাদের সবার বাড়িই সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ‘Made in England’ লেখা একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুটি তাজা গুলি এবং দুটি কার্তুজ জব্দ করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। তারা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।