বাবুরাইলে হত্যা-আত্মহত্যা: ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জব্বারের
লাইভ নারায়ণগঞ্জ:নগরীর বাবুরাইলে ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার সঠিক তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এই দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে, পরিবারের অভিভাবক ‘রমজান সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। অনেকে মনে করেন, এই ঘটনার সঙ্গে তার পেশাগত কোনো বিষয়ের সম্পর্ক থাকতে পারে। আব্দুল জব্বার দৃঢ়ভাবে বলেন, ‘যেকোনো কারণেই হোক, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে।’
জামায়াত নেতা আরও বলেন, দেশে ইসলামী আইন ও অর্থনীতি চালু থাকলে মানুষ সুদের মতো সামাজিক ভয়াবহতা থেকে মুক্তি পাবে। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে যদি কোনো ব্যক্তি বা পক্ষ জড়িত থাকে, তবে দ্রুত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।