পূজায় নিরাপত্তা চাইলেন খেলাফত মজলিস
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা বিধানসহ নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি। এসময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে এসপি’র কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এসপি অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়েও তাদের উদ্বেগের কথা জানান।
জবাবে এসপি মোহাম্মদ জসীম উদ্দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাবে। তিনি কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে ইসলামী দলগুলোকে বিশেষভাবে অনুরোধ জানান এবং আসন্ন পূজায় নিরাপত্তার বিষয়েও খেলাফত মজলিসের সহযোগিতা কামনা করেন।
এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ পুলিশ সুপারকে তার নারায়ণগঞ্জে নতুন যোগদানের শুভেচ্ছা হিসেবে কিছু বই উপহার প্রদান করেন।
মতবিনিময় সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সোনারগাঁও থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলামসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।