বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led02সোনারগাঁ

সোনারগাঁয়ে গ্যাস বিষ্ফোরণ: মা-বাবার পর চলে গেল মেয়ে মুন্নি

লাইভ নারায়ণগঞ্জ: গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে সোনারগাঁয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বাবা-মায়ের মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেল তাদের ১৪ বছর বয়সী মেয়ে মুন্নি। এই মর্মান্তিক ঘটনায় মুন্নির আরও দুই বোন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার রাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মুন্নির মৃত্যু হয়। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, রাত ৯টা ৪৫ মিনিটে মুন্নি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

গত ৪ সেপ্টেম্বর ভোরে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য গুরুতর দগ্ধ হন। ঘটনার পর তাদের সবাইকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে গত ৭ সেপ্টেম্বর দুপুরে মুন্নির বাবা মানব চৌধুরী মারা যান। এর পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর, তার মা বাচা চৌধুরীও মারা যান।

একই পরিবারের তিনজনের মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে মুন্নির বাকি দুই বোন তিন্নি ও মৌরি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছে।

RSS
Follow by Email