বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
Led05রাজনীতি

ডেঙ্গু আক্রান্ত গণসংহতি’র নেতা আলমগীরের খোঁজ নিলেন নেতৃবৃন্দ

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলমকে দেখতে তার ডনচেম্বার এলাকার বাড়িতে গেছেন দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ তার বাড়িতে যান। গত ৬ দিন ধরে আলমগীর হোসেন ডেঙ্গু জ্বরে ভুগছেন এবং বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। গত দুদিনে তার রক্তে প্লাটিলেটের সংখ্যা ৯০ হাজার থেকে কমে ৭৫ হাজারে নেমে এসেছে, যা তার শারীরিক অবস্থার অবনতির ইঙ্গিত দেয়।

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, প্রচার সম্পাদক শুভ দেব, প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক এস এম রাব্বি এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মুনা।

নেতৃবৃন্দ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তার পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় আলমগীর হোসেন আলম তার দ্রুত সুস্থতার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।

RSS
Follow by Email