মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
Led05রাজনীতি

না.গঞ্জে ৬ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ২৬ সেপ্টেম্বর

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জেও বিক্ষোভ মিছিলের আয়োজন করবে দলটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং জনগণের দাবি কার্যকর না হওয়ার কথা উল্লেখ করে জামায়াত জানায়, গণআন্দোলনের কোনো বিকল্প নেই। তাদের দাবি, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী সব দাবি পূরণ হচ্ছে না। বিশেষ করে, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।

জামায়াতের পক্ষ থেকে ৫ দফা গণদাবি তুলে ধরা হয়েছে, যা এই আন্দোলনের মূল ভিত্তি। এগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। পূর্ববর্তী সরকারের আমলে গণহত্যা, জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচিও রয়েছে। ঘোষণা অনুযায়ী, ১৯ ও ২৬ সেপ্টেম্বর দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যার মধ্যে নারায়ণগঞ্জও অন্তর্ভুক্ত।

দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং তারা নারায়ণগঞ্জসহ দেশের সকল জেলার জনগণকে তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

RSS
Follow by Email