পরিচ্ছন্ন নগরী গড়তে রেড ক্রিসেন্টের ওয়েস্ট বিন বিতরণ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন (সিসিএ) প্রকল্পের আওতায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ২৮০০ পরিবারের মাঝে ময়লা ফেলার ঝুড়ি (ওয়েস্ট বিন) বিতরণ শুরু হয়েছে।
এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল ইসলাম (অব.)। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সিসিএ প্রকল্প এই উদ্যোগ নিয়েছে। প্রতিটি পরিবার ও কমিউনিটি পর্যায়ে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
সিসিএ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জানান, ময়লা ফেলার ঝুড়ি ব্যবহারের মাধ্যমে গৃহস্থালি বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা করা সম্ভব হবে। এতে রাস্তার ধারে বা খোলা স্থানে বর্জ্য ফেলা কমে যাবে। ফলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, মশা-মাছির বিস্তার ও বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পাবে। তিনি আরও বলেন, এই ঝুড়িগুলো শুধু পরিচ্ছন্নতা নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাত্রা, শিশু ও পরিবারের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা ময়লা ফেলার ঝুড়ি ব্যবহার করে পরিবেশ সুন্দর রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম পরিচালক মো. রেজাউল করিম, ব্রিটিশ রেডক্রসের কান্ট্রি ক্লাস্টার ম্যানেজার Gen De Jesus, এবং নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। তিন দিনব্যাপী এই কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধান অতিথি।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ব্রিটিশ রেডক্রসের আর্থিক সহযোগিতায় তাদের এই প্রকল্পটি ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া (বিহারি ক্যাম্প), চর সুমিলপাড়া এবং ১৬ নং ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।