মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
শিক্ষাসোনারগাঁ

জেলা প্রশাসকের অনুদান পেল কাঁচপুরের আবু সাঈদ পাঠাগার

লাইভ নারায়ণগঞ্জ: তরুণ সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করতে এবং তাদের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে কাঁচপুরের আবু সাঈদ পাঠাগারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে আবু সাঈদ পাঠাগারের কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন। এই অনুদান পাঠাগারের সার্বিক উন্নয়ন এবং এটিকে আরও পাঠোপযোগী করে তোলার জন্য ব্যবহার করা হবে।

‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি কাঁচপুরের বিপ্লবী ছাত্র-জনতার সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ আবু সাঈদের স্মরণে পাঠাগারটি স্থাপন করা হয়েছে। এর লক্ষ্য হলো তরুণ সমাজ এবং সাধারণ মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া।

পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসকের এই আর্থিক সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা আরও বই সংগ্রহ করতে পারবে এবং পাঠাগারের পরিবেশ উন্নত করতে পারবে। এতে আরও বেশি পাঠক পাঠাগারে আসতে উৎসাহিত হবে।

RSS
Follow by Email