মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

লাইভ নারায়ণগঞ্জ: মুন্সীগঞ্জের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিদওয়ান আলম (৩০) নামের এক যুবক। এই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মো. আলী (৩১)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল কাদের জিলানী।

পুলিশ সূত্রে জানা গেছে, রিদওয়ান তার বন্ধু আলীকে নিয়ে মোটরসাইকেলে করে লালবাগ থেকে মুন্সীগঞ্জের গজারিয়ার মিয়ামি রেস্তোরাঁয় যাচ্ছিলেন। পথে মোগরাপাড়া ব্রিজের চট্টগ্রামগামী লেনে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

ধাক্কায় রিদওয়ান মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মাথায় ও গলায় মারাত্মক আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার বন্ধু আলীও।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিদওয়ানের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। অজ্ঞাত ঘাতক গাড়ি ও এর চালককে শনাক্ত করতে তদন্ত চলছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

RSS
Follow by Email