সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
Led01সিদ্ধিরগঞ্জ

ছয় সন্তানের জন্ম দিলেন না.গঞ্জের প্রিয়া: মুখে হাসি, চোখে জল

লাইভ নারায়ণগঞ্জ: জীবনের এক অলৌকিক মুহূর্তের সাক্ষী হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক পরিবার। রোববার ভোররাতে প্রসব বেদনা শুরু হলে মাকসুদা আক্তার প্রিয়া (২৩) নামের এক গৃহবধূকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এরপর যা ঘটল, তা অভাবনীয়! সকাল ৯টার দিকে একে একে জন্ম নিলো ছয়টি শিশু—তিনটি ছেলে ও তিনটি মেয়ে।

এমন বিরল ঘটনায় যখন চিকিৎসক থেকে শুরু করে সবাই বিস্মিত, তখন নবজাতকদের জীবন নিয়ে এক অজানা শঙ্কা ছড়িয়ে পড়েছে। কারণ, জন্ম নেওয়া এই ছয় শিশুর ওজন খুবই কম।

মাকসুদার স্বামী মোহাম্মদ হানিফ বর্তমানে কাতারে প্রবাসী। প্রিয়ার আত্মীয়-স্বজনেরা জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানে একসঙ্গে ছয়টি সন্তানের জন্ম দেওয়া এক বিরল ঘটনা। ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক ডা. আবিদা সুলতানা বলেন, সাধারণত একসঙ্গে ছয়টি শিশু গর্ভে ধারণ করা স্বাভাবিক নয়। প্রিয়া ‘ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ’ সেবন করেছিলেন, যার ফলে এমন ঘটনা ঘটেছে। তবে জরায়ুর ধারণক্ষমতা সীমিত হওয়ায় তিনি নির্ধারিত সময়ের আগেই ডেলিভারি করেছেন।

নবজাতকদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. আবিদা আরও বলেন, “আমাদের দেশে ২৮ সপ্তাহকে ‘ভায়াবল এইজ’ বলা হয়। কিন্তু এই শিশুরা ২৭ সপ্তাহের ‘ইনঅ্যাবিটেবল অ্যাবরশন’।” জন্ম নেওয়া ছয় শিশুর মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম ও বাকি তিনজনের ৮০০ গ্রাম। এই কম ওজনের কারণে নবজাতকদের জীবন ঝুঁকিপূর্ণ। তাই জন্মের পরপরই তাদের ঢামেক হাসপাতাল এবং নীলক্ষেতে অবস্থিত হোমকেয়ার হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

মাকসুদার পরিবারে এখন আনন্দের পাশাপাশি দুশ্চিন্তাও ভর করেছে। এক আত্মীয় জানান, এর আগে প্রিয়ার একটি সন্তান জন্ম নিলেও ডেলিভারির সময় সেটি মারা যায়। তাই এবার একসঙ্গে ছয়টি শিশু পৃথিবীতে এলেও তাদের নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন সবাই। খবর পেয়ে মাকসুদার স্বামী মোহাম্মদ হানিফ কাতার থেকে দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

বর্তমানে মা মাকসুদা সুস্থ আছেন, কিন্তু নবজাতকদের বাঁচানোর জন্য চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। এই অলৌকিক ঘটনা নারায়ণগঞ্জের স্থানীয়দের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

RSS
Follow by Email