কোনো তন্ত্রই শান্তি আনতে পারেনি, প্রকৃত শান্তি একমাত্র ইসলামে: মুফতি সিরাজী
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক তন্ত্র ও পন্থার উত্থান-পতন হলেও কোনোটিই দেশে প্রকৃত শান্তি আনতে পারেনি। তিনি বলেন, একমাত্র ইসলামই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে এবং এখন ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিতে হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় মুফতি ইসমাইল সিরাজী এসব কথা বলেন।
মুফতি সিরাজী তার বক্তব্যে বলেন, “আমরা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক পন্থার উত্থান এবং পতন দেখেছি। তবে কোনো পন্থাই এ দেশে প্রকৃত শান্তি আনতে পারেনি।” তিনি বলেন, রাসূল (সা.) পৃথিবীতে শান্তির দূত হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং তার আগমনের পর থেকেই পৃথিবীতে শান্তির আবহাওয়া বইতে শুরু করে, যা তার জীবন ও আদর্শে সুস্পষ্টভাবে দেখা যায়।
তিনি আরও বলেন, রাসূল (সা.) মদিনায় হিজরতের পর ঐতিহাসিক মদিনা সনদের ভিত্তিতে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করতে শুরু করে। তিনি ইতিহাস পর্যালোচনা করে দেখতে পান যে, ইসলামই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। তাই এখন প্রকৃত শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং সহ-সভাপতি আলহাজ্ব আমানউল্লাহ।