সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
Led05রাজনীতিরূপগঞ্জ

সরকারি মুড়াপাড়া কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালে ইসলামী ছাত্রশিবিরের স্থাপিত হেল্প ডেস্কে হামলার অভিযোগ উঠেছে। ছাত্রদল নামধারী কতিপয় যুবকের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের সহায়তার জন্য ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছিল। কিন্তু ছাত্রদলের উচ্ছৃঙ্খল যুবকেরা এই কল্যাণমূলক কার্যক্রমে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে, ব্যানার ও কাগজপত্র ছিঁড়ে ফেলে এবং শিবির কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক আটক করে রাখে।

যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, এই হামলা ফ্যাসিবাদী দুঃশাসনের কথাই স্মরণ করিয়ে দেয়, যখন ছাত্রলীগ নামক দানব সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আরও বলেন, “জুলাই বিপ্লব” একটি বৈষম্যহীন ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাধিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমে হামলা ও তাদের আটক করে রাখার মতো ঘটনা জুলাই বিপ্লবের চেতনার ওপর আঘাত।

তারা জোর দিয়ে বলেন, পেশী শক্তির ওপর ভর করে রাজনীতি করে সাধারণ ছাত্রদের সমর্থন পাওয়া যায় না। যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকানো উচিত, যেখানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা ও তার লাঠিয়াল বাহিনীকে পালাতে বাধ্য হতে হয়েছে।

জামায়াত নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সাথে, তারা ছাত্রদলের অভিভাবক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দের প্রতিও আহ্বান জানান, যেন তারা ছাত্রদলকে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখেন।

RSS
Follow by Email