রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
Led01Led02জেলাজুড়ে

আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো রকম ছাড় না দেওয়ায় ঘোষণা ডিসি-এসপির

#শুধুমাত্র প্রশাসনের পক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়: ডিসি
# যতবড় প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এসপি

লাইভ নারায়ণগঞ্জ: অপরাধী ও মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন কঠোর বার্তা এসেছে নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার উভয়ই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানান। একই সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথাও জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমীনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় চাঞ্চল্যকর মামলা চিহ্নিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, নৌপথ ও যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক বলেন, শুধুমাত্র প্রশাসনের পক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়, যদি সাধারণ মানুষ সচেতন না হয়। তিনি আরও জানান, নারায়ণগঞ্জকে এমআরটি লাইনের সাথে যুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, “নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখতে যে যতবড় প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমি কোনো রকম ছাড় দেব না। এটাই আমার বার্তা।”

তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বলেন, উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করবে। পূজামণ্ডপে সাদা পোশাকে পুলিশি তৎপরতা থাকবে এবং কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, “যতদিন নারায়ণগঞ্জে আছি, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”

এদিকে, সভায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা জানান। অ্যাডভোকেট টিপু বলেন, “নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও যানজটমুক্ত গড়তে বিএনপি আছে, থাকবে এবং যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

সভায় মাদক নিয়ন্ত্রণের জন্য মহল্লার পঞ্চায়েত কমিটির সক্রিয় ভূমিকা রাখার ওপরও জোর দেওয়া হয়। এছাড়াও, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে “গ্রিন আমব্রেলা” কর্মসূচির আওতায় ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ ও পোশাক বিতরণের বিষয়টিও আলোচনায় আসে।

RSS
Follow by Email