রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
Led02সদর

ফুটপাত দখলমুক্ত যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করবে এনসিসি: প্রশাসক

লাইভ নারায়ণগঞ্জ: আগামী বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জ নগরীতে আর জলাবদ্ধতা হবে না। বর্ষার আগেই শহরের চলমান গভীর নালার নির্মাণকাজ শেষ হবে এবং এর সুফল নগরবাসী পেতে শুরু করবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বিবি রোডে চলমান নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) নতুন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন।

গত ১ সেপ্টেম্বর এনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার আকস্মিক পরিদর্শন। শহরের বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিনে তদারকি করে তিনি জানান, তিনি জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। এ সময় তিনি আরও বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করবে সিটি কর্পোরেশন।

পরিদর্শনকালে প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ শহরের শায়েস্তা খান সড়কের চলমান গভীর নালার নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি উপস্থিত ঠিকাদারকে আগামী মার্চের আগেই কাজ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেন।

প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তার কাজের প্রতি আন্তরিকতা দেখাচ্ছেন। তার এই ধরনের আকস্মিক পরিদর্শনকে নগরীর সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এতে উন্নয়ন কাজগুলো দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হবে।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সচিব নুর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

RSS
Follow by Email