রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
সোনারগাঁ

ব্রহ্মপুত্র নদের পানি দূষণ, শিল্প কারখানার বিরুদ্ধে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ব্রহ্মপুত্র নদ এখন মৃতপ্রায়। নদীর পানি দূষিত হয়ে কালো কুচকুচে বর্ণ ধারণ করেছে, আর এর দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। এই ভয়াবহ পরিবেশ দূষণ বন্ধের দাবিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাঝেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের ব্রিজের উপর এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’ নামে একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আল মুজাহিদ মল্লিক। তিনি বলেন, “ছোটবেলায় আমরা এই নদীতে গোসল করতাম, এর পানি ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। অথচ এখন পানি পচে দুর্গন্ধ বের হচ্ছে। এর প্রধান কারণ, অধিকাংশ শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট নেই।” তিনি অবিলম্বে ইটিপি প্ল্যান্ট চালু করে নদীকে বাঁচানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই দূষণের কারণে নদী থেকে মাছসহ অন্যান্য জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমনকি স্থানীয় কৃষকরাও তাদের কৃষিকাজে এই পানি ব্যবহার করতে পারছেন না। যারা প্রয়োজনে নদীতে নামছেন, তাদের নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি নদী রক্ষা কমিশন ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নদ যদি এভাবে দূষিত হতে থাকে, তাহলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হবে। তারা দাবি জানান, প্রশাসন যেন কঠোরভাবে শিল্প কারখানার পরিবেশ নীতিমালা প্রয়োগ করে।

‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’ সংগঠনের সদস্য সচিব নজরুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আজাদ, জামপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, জামপুর মাঝেরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক শাহা আলম, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এ মামুন, দপ্তর সম্পাদক আল আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আজাদ মিল্টন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুজ্জামান শাহীন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক, আব্দুল রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের সম্মিলিত প্রতিবাদ স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করবে বলে আশা করা হচ্ছে।

RSS
Follow by Email