বন্দরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে ধৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার মৃত জহর আলী মিয়ার ছেলে সোহেল (৪৩), একই থানার সালেহনগর এলাকার নূর হোসেন মিয়ার ছেলে বাবু (৪৫) এবং মদনপুর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে আমিরুল ইসলাম (৪৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন জিআর (জেনারেল রেজিস্টার) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ দিন ধরে এই আসামিরা পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।