শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
Led04বন্দররাজনীতি

আন্দোলনকারীদের খাবার দেয়ায় হামলা-লুট, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ:বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানে বন্দর ২৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার পর অটোরিকশা গ্যারেজ থেকে লুটপাটের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। মমিনুল বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার মৃত আব্দুল মালেক মুন্সির ছেলে।

শুক্রবার দুপুরে বন্দর থানার একটি মামলায় (১৪(৮)২৪) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে বন্দর থানার বক্তারকান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২২ জুলাই ২০২৪ ইং তারিখে রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম ও তার সহযোগীরা বন্দরের শাহীমসজিদ এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে সন্ত্রাসী হামলা চালায়। অভিযোগ রয়েছে, এই হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের খাবার সরবরাহ করার ‘অপরাধে’ সংঘটিত হয়। হামলাকারীরা গ্যারেজ থেকে ২৩টি অটোরিকশা, চার্জার এবং একটি টেলিভিশন লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর অবশেষে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ মমিনুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RSS
Follow by Email