শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ফতুল্লারাজনীতি

শ্রমিকের কল্যাণে নতুন কার্যালয় উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: ‘শ্রমিক জনতা গড়বে দেশ, সুখী সমৃদ্ধি বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে নতুন কার্যালয় স্থাপন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের উন্নয়নের লক্ষ্য নিয়ে এই কার্যালয়টি কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলার সাইনবোর্ড এলাকায় এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ-৩ আসনের এমপি প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত না হলে দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. রিদুয়ানুল আজিমের পরিচালনায় উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার তদারককারী মুজিবুর রহমান মিয়াজী, জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ সিকদারসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও শ্রমিক নেতৃবৃন্দ।

RSS
Follow by Email