শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ফতুল্লারাজনীতি

ফতুল্লায় খেলাফত মজলিসের ইলিয়াস আহমদ’র গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা অর্জন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে গণসংযোগ করেছেন।

এমপি প্রার্থী ইলিয়াস আহমদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর, রাজানগরসহ আশেপাশের এলাকায় ‘দেওয়াল ঘড়ি’ মার্কার পক্ষে গণসংযোগ করেন। এ সময় নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি মার্কার প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রচারণা চালান এবং ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে ইলিয়াস আহমদ বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মুফতী সালীম হুসাইন এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email