ধামগড়ে এবিএম সিরাজুলের নির্বাচনী প্রস্তুতি সভা
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করতে এক নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে দলীয় নেতাকর্মীরা জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের ওপর জোর দেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বন্দর থানার ধামগড় ইস্পাহানী বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে খেলাফত মজলিস বন্দর থানার ধামগড় ইউনিয়ন শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য খেলাফত মজলিস কাজ করবে। তিনি সবাইকে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
খেলাফত মজলিসের ধামগড় ইউনিয়ন সভাপতি মাওলানা আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, বন্দর থানা পূর্ব শাখা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, পশ্চিম থানা শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ধামগড় ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কাসেমী এবং সাধারণ সম্পাদক মুফতী আবু হানিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিস জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন যে, এবিএম সিরাজুল মামুন নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।