শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
Led03শিক্ষা

শোকের ছায়া নারায়ণগঞ্জ কলেজে, ডেঙ্গুতে শিক্ষক আশরাফ আলীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কলেজের সাবেক শিক্ষক আশরাফ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১১ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার অকাল মৃত্যুতে কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, আশরাফ আলী নারায়ণগঞ্জের চাষাঢ়ার প্রিপারেটরি স্কুলের শিক্ষকতা শেষে নারায়ণগঞ্জ কলেজের রসায়ন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। পরে তিনি দুই মাস আগে সাভারের বিকেএসপি স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন এবং সেখানেই থাকতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ কলেজ পরিবার ও শিক্ষার্থীবৃন্দ গভীরভাবে শোকাহত।

আশরাফ আলীর মরদেহ তার নিজ জেলা কুড়িগ্রামে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শিক্ষক আশরাফ আলীর মৃত্যুর খবরটি দেরিতে জানতে পেরেছে নারায়ণগঞ্জ কলেজ কর্তৃপক্ষ। এক শোকবার্তায় নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা জানান, ‘আশরাফ আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মতো একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকের চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

RSS
Follow by Email