শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
রাজনীতি

ডেঙ্গুতে আক্রান্ত মৎস্যজীবী দল নেতা আজিজ খন্দকার

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি আজিজ খন্দকার। বর্তমানে তিনি সাইনবোর্ডে অবস্থিত প্রো-অ্যাক্টিভ হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।

দেওভোগ খন্দকার টাওয়ারের বাসিন্দা আজিজ খন্দকারের ছেলে সাদ খন্দকার বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রোববার বাবাকে প্রো-অ্যাক্টিভ হাসপাতালে ভর্তি করানো হয়। ডেঙ্গুজ্বর ধরা পড়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তরিত করেন।’

সাদ খন্দকার আরও জানান, তার বাবা চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি তার পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

RSS
Follow by Email