শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
বন্দর

বন্দরের পলাতক ৮ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই পলাতক আসামীসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, শফিকুল ইসলাম (৪৫): বন্দর থানার রূপালী আবাসিক এলাকার ত্রিবেনী ব্রিজের বাসিন্দা, তার বিরুদ্ধে জিআর মামলার ওয়ারেন্ট ছিল। মহসিন ওরফে মুইচ্ছা (৩৫): সোনাকান্দা এনায়েতনগরের বাসিন্দা, তিনিও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। রণি (২২): বন্দর বাজারের বাসিন্দা, তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রয়েছে (মামলা নং ১৪(৯)২৫)। হাসিব (২৪): ঝালকাঠি জেলার বানাইহাটের বাসিন্দা। মুন্না (২৭): সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকার বাসিন্দা। বিজয় হোসেন (২৫): নবীগঞ্জ বাগবাড়ীর বাসিন্দা। হৃদয় (২৫): নবীগঞ্জ এলাকার বাসিন্দা। রফিকুল ইসলাম খান (৪০): ময়মনসিংহ জেলার কুলচরিত্র থানার চর নিয়ামত এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের মধ্যে শফিকুল ইসলাম ও মহসিনকে ওয়ারেন্টের ভিত্তিতে, রনিকে নিয়মিত মামলায় এবং বাকি পাঁচজনের মধ্যে হাসিব, হৃদয় ও রফিকুল ইসলাম খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এবং মুন্না ও বিজয়কে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email