সাংবাদিক ফখরুল ইসলামকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাংবাদিক ফখরুল ইসলামের খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শহরের সিটি লাইফ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ফখরুলকে দেখতে যান এবং তার দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।
প্রেস নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক ফখরুল ইসলাম গত কয়েক দিন ধরে ডেঙ্গুজ্বরে ভুগছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শহরের সিটি লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা আবদুল জব্বার হাসপাতালে ছুটে যান।
এ সময় তিনি সাংবাদিক ফখরুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মাওলানা আবদুল জব্বার বলেন, “সমাজ ও দেশের জন্য যারা কলম ধরেন, তাদের সুস্থতা খুবই জরুরি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ভাই ফখরুল ইসলামকে দ্রুত সুস্থ করে তোলেন।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিনসহ নেতৃবৃন্দ।