বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে অবরোধ
লাইভ নারায়ণগঞ্জ: তিন মাসের বেশি সময় ধরে বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জের বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসবিএআরএম স্টিল কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে তারা টায়ার জ্বালিয়ে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ করে দেন, যার ফলে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, গত তিন মাসের বেশি সময় ধরে মালিকপক্ষ তাদের বেতন পরিশোধ করছে না। বৃহস্পতিবার বকেয়া বেতন চাইতে তারা কারখানায় গেলে কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং অবরোধ শুরু করেন।
তাদের এই আকস্মিক বিক্ষোভে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধে আশপাশের এলাকাতেও যান চলাচল স্থবির হয়ে পড়ে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের পাশাপাশি কারখানার মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। প্রায় দেড় ঘণ্টা পর কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, “শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। পরে কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”