বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
Led01ধর্ম

না.গঞ্জে দুর্গাপূজার আগমনী বার্তা, প্রতিমা শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে দেবী

# প্রচুর অর্ডার আসছে কিন্তু সময় অল্প: মৃৎ শিল্পী
# উৎসবটি আমাদের সকলের, তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: ডিসি
# আমরা চাই না কোনো অপরাধ হোক: এসপি

স্টাফ কসেপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আকাশে মেঘের ভেলা আর শারদীয় শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে, আর বেশি দেরি নেই। কৈলাস থেকে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে এরই মধ্যে উৎসবের রঙে সেজে উঠেছে নারায়ণগঞ্জ। শহর থেকে গ্রাম পর্যন্ত সবখানেই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ করে প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি-খড় দিয়ে তৈরি হচ্ছে দশভূজা দেবীর প্রতিমা। পূজার আগমনী বার্তা নিয়ে তাই এখনকার ব্যস্ততা উৎসবের ব্যস্ততাকে ছাপিয়ে গেছে।

দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনও প্রায় ৯ দিন বাকি। কিন্তু সেই প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে অনেক আগেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে। তাদের হাতের ছোঁয়ায় মাটির কাঠামোয় ধীরে ধীরে ফুটে উঠছে দেবীর সৌম্য রূপ। রঙ আর তুলির আঁচড়ে সেই প্রতিমাগুলো যেন জীবন্ত হয়ে উঠছে।

প্রতিমা শিল্পী বিশ্বজিৎ বিশ্বাস জানালেন, “মা দুর্গার আগমনে আমাদের কাজের চাপ বহুগুণে বেড়েছে। গতবারের তুলনায় এবার প্রতিমার চাহিদা অনেক বেশি। করোনা মহামারির পর প্রচুর অর্ডার আসছে, কিন্তু অল্প সময়ে এত কাজ সামাল দিতে আমাদের দম ফেলার ফুরসত নেই।”

আরেক প্রতিমা শিল্পী টুটুল চন্দ্র দে জানান, “কাজের চাপ অনেক বেশি হলেও প্রত্যাশিত অর্ডারের সংখ্যা কিছুটা কম। কারণ সবার আর্থিক অবস্থা খারাপ। তাই আগের মতো বড় আকারের প্রতিমা বানাচ্ছেন না অনেকে। তবু আমাদের কাজের চাপ অনেক। বিশেষ করে বিশ্বকর্মা পূজা সামনে থাকায় ব্যস্ততা আরও বেড়েছে।”

এ বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ জেলাজুড়ে মোট ২২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দরে ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জে ৪৪টি মণ্ডপ প্রস্তুত করা হচ্ছে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে প্রস্তুতি সভা করেছে।

পূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এই উৎসব আজকে নতুন নয়, শত বছরের পুরোনো। আমরা এটি সফলভাবে পালন করে আসছি এবং ভবিষ্যতেও হবে। আমরা এই উৎসবকে বিশ্ববাসীর কাছে কীভাবে তুলে ধরতে পেরেছি, কতটুকু যোগ্যতা ও সৌন্দর্য ফুটিয়ে তুলতে পেরেছি, এটিই আমাদের সার্থকতা। এই উৎসবটি আমাদের সকলের, তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা চাওয়া হয়েছে, আমরা সেটি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘গান-বাজনার আনন্দের সময় দেখা যায় অনিচ্ছাকৃতভাবে একজনের গায়ের সাথে অন্যজনের লেগে যায়। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় ইস্যু তৈরি হয়। এমন যেন না হয়। মনে রাখতে হবে, মণ্ডপে যতদিন পূজা চলবে, আপনাদের নজরদারি রাখতে হবে এবং সিসি ক্যামেরা রাখতে হবে। কোনো ছোট ঘটনা যেন পাশ কাটিয়ে যেতে না পারে।’

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘অনেক সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অসত্য তথ্য প্রচারিত হয়। তাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং সাইবার পেট্রোলিং অব্যাহত থাকবে। যারা এসব ভুল তথ্য প্রচার করবে, আমাদের আইনশৃঙ্খলা সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমরা চাই না কোনো অপরাধ হোক, কিন্তু যদি কোনো ঘটনা ঘটে, তবে তা যেন সহজে শনাক্ত করে ব্যবস্থা নিতে পারি।’

সনাতনী পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালের মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর, রবিবার। এই দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হবে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী। লক্ষ্মীপূজা ৬ অক্টোবর এবং কালীপূজা ২০ অক্টোবর।

২০২৫ সালে দেবীর আগমন গজে। গজ অর্থাৎ হাতি। শাস্ত্রমতে এই গজই দেবীর সবচেয়ে সেরা বাহন। দেবীর আগমন গজে হলে মর্ত্যলোক সুখ শান্তিতে ভরে ওঠে।ধরাধামে আসে সমৃদ্ধি। বলা হয়, এরফলে পূর্ণ হয় ভক্তদের মনের ইচ্ছা। কথিত রয়েছে, পরিশ্রমের সুফল মেলে গজে দেবীর আগমন হলে। বর্ষণের দিক থেকেও অতিবৃষ্টি বা অনবৃষ্টি হয় না। ফলত, বর্ষণও থাকে ঠিকঠাক।

এ বছর দেবী দুর্গার গমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্রমতে বলা হয়, ‘দোলায়াং মকরং ভবেৎ’, এর অর্থ, দোলা বা পালকিতে দেবী দুর্গার আগমন বা গমন হলে তার ফল মহামারী, ভূমিকম্প, অতিমৃত্যু। এরই সঙ্গে এর আরও ফলাফল রয়েছে। আর তা হল দুর্ভোগ ও দুর্যোগ। ফলত, দোলায় দেবীর গহমকে শুভ হিসাবে দেখা হচ্ছে না। যেহেতু বিজয়া দশমী বৃহস্পতিবার পড়েছে, তাই ২০২৫ সালে দেবীর গমন দোলায়। আর যেহেতু সপ্তমী সোমবার পড়েছে, তাই দেবীর আগমন গজে।

RSS
Follow by Email