চলন্ত বাসে ডিবি পরিচয়ে ডাকাতি, চালক-হেলপার আটক
লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ডিবি পুলিশ পরিচয়ে একটি যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কুষ্টিয়া থেকে আসা জিএস পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। জিএস পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছিল। যাত্রীদের অভিযোগ, বাসটি সাইনবোর্ড মোড়ে যাত্রী নামানোর জন্য না থেমে কিছুটা দূরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে থামে। এ সময় কয়েক যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে ওঠে। তারা যাত্রীদের কাছে মাদক আছে বলে তল্লাশি শুরু করে। এই সুযোগে তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়।
যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের কাছ থেকে তাদের হাতের রুলি, গলার চেইন, কানের ঝুমকা ও নগদ টাকা হাতিয়ে নেয়। এছাড়া, যাত্রী রুবেল হোসেনসহ অন্যান্য যাত্রীর কাছ থেকেও নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। ডাকাতি শেষে ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে পালিয়ে যায়।
যাত্রীদের অভিযোগ, বাস চালক ও হেলপারদের আচরণ ছিল সন্দেহজনক। ঘটনার পর তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, যাত্রীদের জিম্মি করে বাসের মধ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে বাস চালক আরিফুল ইসলাম (৫০), দুই হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনের (১৫) কোনো সম্পৃক্ততা আছে কি না, তা জানতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে যদি তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।