বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের অভিযানের সময় পালানো সেই নাদিম আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ আদমজী বিহারী কলোনির অস্ত্রধারী নাদিমকে আটক করা হয়েছে। র‍্যাব-১১-এর দাবি, নাদিম একজন ‘শীর্ষ সন্ত্রাসী’। এর আগে গত ১৮ জুন পরিচালিত এক অভিযানের সময় অভিযুক্ত নাদিম তার ঘর থেকে পালিয়ে গিয়েছিল। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১১।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ জুন র‍্যাব-১১ আদমজী বিহারী কলোনিতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় নাদিমের তালাবদ্ধ ঘর থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ৮৪টি পুরিয়া গাঁজা, ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির থান কাপড়, একটি ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা। ওই অভিযানের সময় নাদিম পালিয়ে গেলেও তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অভিযোগ আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে যে, অভিযুক্ত নাদিমের (২২) নির্দিষ্ট কোনো পেশা নেই। সে এলাকার একজন অস্ত্রধারী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে সে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করতো।

র‍্যাব-১১-এর একটি দল নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সোনামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আটক নাদিমকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email