পূজায় নিরাপত্তায় থাকবে সিসি ক্যামেরা, গুজবে সতর্ক থাকার আহ্বান এসপির
লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকল পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। একইসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার বিষয়ে সকলকে সতর্ক করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় তিনি এই আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, “আমরা যারা অপরাধ নিয়ে কাজ করি, তারা কিছু কাজ করি অপরাধ প্রতিরোধ করার জন্য এবং কিছু করি অপরাধ সংঘটিত হওয়ার পর তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য। সিসি ক্যামেরার ফুটেজ তারই অংশ।” তিনি বলেন, “আমরা চাই না কোনো অপরাধ হোক, কিন্তু যদি কোনো ঘটনা ঘটে, তবে তা যেন সহজে শনাক্ত করে ব্যবস্থা নিতে পারি।”
তিনি বলেন, “আমি নারায়ণগঞ্জে যোগদানের পর পরই এই উৎসবে শামিল হতে পারব বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। পূজার নিরাপত্তা, শৃঙ্খলা এবং উৎসবমুখর আয়োজন সফলভাবে সম্পন্ন হলে নিজেকে ধন্য মনে করব।” তিনি দশমীর দিনে বিসর্জন সংক্রান্ত সকল তথ্য থানায় জানানোরও অনুরোধ জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে এসপি বলেন, “অনেক সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অসত্য তথ্য প্রচারিত হয়। তাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং সাইবার পেট্রোলিং অব্যাহত থাকবে। যারা এসব ভুল তথ্য প্রচার করবে, আমাদের আইনশৃঙ্খলা সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূরে কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনও সভায় উপস্থিত ছিলেন।