বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
Led02Led03ফতুল্লারাজনীতি

কুতুবপুর ইউপি সদস্য রোকন উদ্দিনের দাফন সম্পন্ন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় সদস্য হাজী রোকন উদ্দিন রোকন আর নেই। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাজী রোকন উদ্দিন ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত মতিউর রহমান (মালু) এর ছয় ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে সবার ছোট। তিনি বিপুল ভোটে তিনবার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দুইবার প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও, তিনি বেশ কয়েকবার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ কুতুবপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

বুধবার দুপুরে পাগলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় তার নিজ জন্মস্থানে দ্বিতীয় জানাজা শেষে তার বাবা মৃত মতিউর রহমান মালু চেয়ারম্যানের কবরের পাশেই তাকে দাফন করা হয়।

RSS
Follow by Email