এমপি নয়, জনগণের সেবক হওয়াই মূল লক্ষ্য: মুফতি ইসমাঈল সিরাজী
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী ইসমাঈল সিরাজী বলেছেন, মূল লক্ষ্য সংসদ সদস্য হওয়া নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করা। অতীতে নির্বাচিত অনেক জনপ্রতিনিধি ক্ষমতার আগে সুশাসনের কথা বললেও পরে তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ ও অন্যায়কারী হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “অতীতে আমরা অনেক এমপি দেখেছি যারা ক্ষমতায় আসার আগে অনেক উন্নয়ন ও সুশাসনের গল্প শোনাতেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবচেয়ে বড় দুর্নীতিবাজ, অন্যায়কারী এবং জালেম হয়ে যেতেন। তাদের মতের বাইরে গেলেই নির্যাতন, জেল ও জুলুম করা হতো।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য রাজনৈতিক দলগুলোর মতো নয়। সংগঠনটি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং মানুষকে মিথ্যা আশ্বাস দেয় না। তিনি বলেন, “ইসলামী আন্দোলন যেহেতু কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী, তাই আমার এমপি হওয়া নয়, জনগণের সেবক হওয়া-ই মূল লক্ষ্য।”
বিবৃতিতে মুফতি সিরাজী তার প্রতিদ্বন্দী প্রার্থীদের সমালোচনা করে বলেন, ক্ষমতায় গিয়ে জনগণের ওপর জুলুম করা এবং নিজেদের স্বার্থ হাসিল করা তাদের মূল উদ্দেশ্য থাকে। কিন্তু তার দল ইসলামী আন্দোলন সর্বদা জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে।
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি ফতুল্লা-সদর এলাকার জনগণের কল্যাণে কাজ করবেন এবং এমন কোনো পদক্ষেপ নেবেন না যা জনগণের কষ্ট বাড়ায়।