বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
Led01Led04সোনারগাঁ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর অংশে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক দোকান, কাউন্টার এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কের উভয় পাশের ফুটপাত যান চলাচলের পাশাপাশি পথচারীদের হাঁটার উপযোগী করে তোলা হয়েছে। এতে করে এই এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা যানজটের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) শাহ আলম। এ সময় কাঁচপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিল কাঁচপুর হাইওয়ে পুলিশ।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ছিল বিভিন্ন যাত্রীবাহী কাউন্টার, স্টেশনারি, ফলের দোকান, ফ্লেক্সিলোডের দোকান, হোটেল এবং কাঁচাবাজারের দোকান। পাশাপাশি, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়িগুলো সরিয়ে ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জানান, “সকাল থেকে বিকেল পর্যন্ত চালানো এই অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাঁচপুর এলাকাকে যানজটমুক্ত রাখতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।” তিনি আরও জানান, এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

RSS
Follow by Email