বন্দর আওয়ামী লীগের নেতাসহ ২ জন গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নূর উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন জজ মিয়া।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বন্দর থানায় দায়ের করা ১১(৯)২৪ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নূর উদ্দিন (৬৮) বন্দর থানার ফুলহর দক্ষিণপাড়া এলাকার মৃত মুল্লুক চাঁন মিয়ার ছেলে। অপর আসামি জজ মিয়া (৫৫) সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার মৃত নুরুল হুদা মিয়ার ছেলে। জানা গেছে, জজ মিয়া দীর্ঘদিন ধরে তার পরিবার নিয়ে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় বসবাস করে আসছিলেন।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মোট ৫৯৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বন্দর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নূর উদ্দিন ও জজ মিয়া ওই হামলায় সরাসরি জড়িত ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।