বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
Uncategorized

মানসিক ভারসাম্যহীন যুবক খুনের ঘটনায় ১১জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্ট কনক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের কারখানায় মানসিক ভারসাম্যহীন যুবক সাইফুল ইসলাম সাজ্জাদকে (২৪) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত সাজ্জাদের মা সাজেদা আক্তার বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে আটক ১১ আসামিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে নিহত সাজ্জাদ ক্রাউন সিমেন্টের একটি মিক্সার গাড়িতে ঢিল ছোড়েন। এতে গাড়ির গ্লাস ভেঙে গেলে গাড়ির চালক, হেলপার এবং কারখানার রাতের শিফটে কর্মরত কর্মচারীরা তাকে ধরে কারখানার ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। টানা নির্যাতনের একপর্যায়ে ভোর সাড়ে ৬টার দিকে সাজ্জাদের মৃত্যু হয়।

পরদিন রবিবার দুপুরে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন: মিক্সার গাড়ির চালক মশিউর রহমান, সহকারী রিয়াদ, সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম হীরা, চালক নাছির মোল্ল্যা, ল্যাব টেকনিশিয়ান বাবু রাজবংশী, মিক্সার গাড়ির মিস্ত্রি সাব্বির মোল্ল্যা, সিকিউরিটি গার্ড রেজাউল করিম, এনামুল হক, হামিদুল ইসলাম, নূরুল ইসলাম, এবং অ্যাডমিন অফিসার আল মুরাদ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে আমরা গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।” তিনি আরও জানান, মামলাটির তদন্ত চলছে।

RSS
Follow by Email