মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
ধর্ম

মাসদাইর শ্মশানের পুকুরে অবৈধ বেড়া অপসারণের নির্দেশ দিলেন ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: মসদাইর কেন্দ্রীয় সিটি শ্মশানের পেছনের পুকুরে অবৈধভাবে নির্মাণ করা বেড়া ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে পুকুরটি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্মশান কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিযুক্ত মনির গংদের সঙ্গে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসককে জানান যে, গত ৩০০ বছর ধরে মসদাইর শ্মশানটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে শবদেহ দাহ করার পর নাভি পুকুরে বিসর্জন দেওয়ার রীতি প্রচলিত আছে। কিন্তু গত কয়েক বছর ধরে স্থানীয় মনির গং পুকুরটির মালিকানা দাবি করে আসছে। তারা দেশের জলাশয় ভরাট আইন লঙ্ঘন করে পুকুর ভরাট, সেখানে ঘরবাড়ি নির্মাণ এবং ভাড়া আদায় করছে।

নেতারা আরও জানান, গত ২ সেপ্টেম্বর শ্মশানের চুলার কাছেই পুকুরে বেড়া নির্মাণ করায় শবদেহ দাহ করার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অথচ এই পুকুর নিয়ে একটি মামলা চলমান আছে এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এটি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে বিভিন্ন সামাজিক সংগঠন এর নিন্দা জানায় এবং দ্রুত পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি করে।

জেলা প্রশাসক উভয় পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেড়া অপসারণের নির্দেশ দেন। অভিযুক্ত মনির গং এই নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শ্মশান উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, পরিতোষ কান্তি সাহা, নারায়ণ চন্দ্র দেব, শংকর সাহা, সুজন সাহা, তারাপদ আচার্য্য, ভবানী শংকর রায়, লিটন পাল, হিমাদ্রি সাহা, অ্যাডভোকেট রাজিব মন্ডল সহ সনাতনী সম্প্রদায়ের আরও অনেক নেতা ও সদস্য।

RSS
Follow by Email