শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
Led04অর্থনীতিসোনারগাঁ

ছুটির দাবিতে মহাসড়ক শ্রমিকদের অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

লাইভ নারায়ণগঞ্জ: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের চৈতি কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এই ঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকরা জানায়, তারা বেশ কিছুদিন ধরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ছুটির আবেদন করে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের সেই দাবি মেনে নিতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শত শত শ্রমিক শনিবার সকাল ৮টার দিকে কারখানার কাজ বন্ধ করে মহাসড়কে নেমে আসেন। তাদের আকস্মিক অবরোধের কারণে সোনারগাঁও অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে। দীর্ঘ আলোচনার পর এবং শ্রমিকদের চাপের মুখে কারখানা কর্তৃপক্ষ অবশেষে তাদের দাবি মেনে নেয়। সেই দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল আবারও স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, “শ্রমিকদের ছুটির দাবিতে এই বিক্ষোভ হয়েছিল। কর্তৃপক্ষের ছুটি ঘোষণার পর পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক আছে।”

RSS
Follow by Email