শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
ধর্ম

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ ১২ সেপ্টেম্বর

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে গণসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই গণসমাবেশ সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন শহর শাখা দক্ষিণের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দেওয়ার দাবিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলো সব শাখায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম এবং প্রশিক্ষণ সম্পাদক মো. মেহেদী হাসান।

শফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং আরিফ উল্লাহ জাদরানের সঞ্চালনায় এই কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।

RSS
Follow by Email