মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
Led04বিনোদন

না.গঞ্জের সত্য ঘটনা অবলম্বনে মুক্তি পেলো ‘আমার শেষ কথা’

লাইভ নারায়ণগঞ্জ: মোহাম্মদ ইসলাম পরিচালিত চলচ্চিত্র ‘আমার শেষ কথা’  শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জয় চৌধুরী ও কাজী জারা অভিনীত এই ছবিটি নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হলেও ছবির প্রচারণায় দেখা যায়নি এর প্রধান দুই তারকাকে। ছবির প্রযোজক ও পরিচালকের অপেশাদারিত্বের কারণেই তারা প্রচারে অংশ নেননি বলে অভিযোগ করেছেন।

ছবির গল্পটি একজন মানব পাচারকারীকে নিয়ে, যে এক পর্যায়ে নিজের স্ত্রীকেও পাচার করে দেয়। তবে একটি ঘটনার পর তার জীবন বদলে যায়। ২০২৩ সালে নির্মাণ শেষে ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়লে চলচ্চিত্র সেন্সরশিপ আইন লঙ্ঘনের দায়ে এর প্রদর্শনী প্রথমে নিষিদ্ধ করা হয়েছিল। পরে কয়েকটি দৃশ্য পুনরায় শুটিং করে জমা দেওয়ার পর অবশেষে মুক্তির অনুমতি পায়।

ছবির প্রধান অভিনেতা জয় চৌধুরী প্রযোজকের অপেশাদারত্বের কারণে প্রচারে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন। তার মতে, প্রযোজক মোহাম্মদ ইসলাম মনে করেন শুধু শুটিং শেষ হলেই ছবির সব কাজ শেষ। পোস্ট-প্রোডাকশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় তিনি বোঝেন না। ভালো মানের ট্রেলার ও গান তৈরি না হওয়ায় দর্শকের আগ্রহ কমেছে। তিনি বলেন, “যদি পোস্ট-প্রোডাকশনের কাজ ভালো হতো, তাহলে দর্শকের কাছে উপভোগ্য হতো। প্রযোজনা কিংবা প্রচারে তাঁরা খরচ করতে চাননি। আমার কাছে এর গুণগত মান ভালো লাগেনি, তাই চুপ করে আছি।”

অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নায়িকা কাজী জারার, যিনি সম্পর্কে জয় চৌধুরীর শ্যালিকা। তিনিও প্রযোজকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনলেও প্রথম সিনেমা মুক্তির কারণে সবকিছু ভুলে নিজ উদ্যোগেই ফেসবুকে প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, “আমাকে কিছু জানানো হয়নি, এরপরও আমি নিজ উদ্যোগে ফেসবুকে প্রচার চালাচ্ছি। প্রথম সিনেমা মুক্তি পাওয়া যেকোনো শিল্পীর জন্যই অনেক বড় কিছু। প্রযোজক যদি প্রচারে আমাকে চাইতেন, আমি অবশ্যই আসতাম।”

তবে নায়ক-নায়িকার অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইসলাম। তার দাবি, নায়ক-নায়িকার অসহযোগিতার কারণেই তিনি ছবির প্রচার করতে পারেননি। তিনি বলেন, “অনেক পরিশ্রম করে ছবিটি বানিয়েছি। ১৯টি হলে মুক্তি পাচ্ছে, এর মধ্যে যমুনা ব্লকবাস্টার্স সিনেপ্লেক্সও আছে। নায়ক-নায়িকা প্রচারে সময় দিলে দর্শকেরা আগ্রহী হতো। কিন্তু যোগাযোগ করে তাঁদের পাইনি।”

ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান প্রমুখ। (সূত্র: প্রথম আলো)

RSS
Follow by Email